মালদা

পাহাড়ের পরিস্থিতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর ভুমিকাকেও কটাক্ষ দিলীপবাবুর

গোর্খাল্যান্ড দাবীকে নাকচ করে দিয়ে পাহাড়ে শান্তি ফেরাতে মমতা ব্যানার্জীর সরকারকে কার্যত সাহায্য করার কথা বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আজ দলীয় কর্মসূচীতে মালদায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

            তিনি জানান অশান্ত পাহাড়কে শান্ত করতে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। প্রয়োজন হলে আরো বাহিনী মোতায়েন হবে। তবে পাহাড়ের পরিস্থিতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর ভুমিকাকেও কটাক্ষ করেছেন তিনি। সিকিমের মুখ্যমন্ত্রীর গোর্খাল্যান্ড দাবীরও বিরোধিতা করেন দিলীপবাবু। তিনি জানান সিকিমের মুখ্যমন্ত্রীর সাথে বিজেপির কোন যোগাযোগ নেই। বিজেপি দলের কোন সদস্যও নন সিকিমের মুখ্যমন্ত্রী। আজ সকালে গৌড় এক্সপ্রেস ট্রেনে মালদায় আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এরপর ইংরেজবাজার শহরের ফোয়াড়া মোড়ে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখ্যার্জীর মূর্তিতে মাল্যদান করেন।সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন সারদা কান্ডের সঙ্গে যারা জড়িত তারা খুব তাড়াতাড়ি জেলের ভাত খাচ্ছে এমনটাই বললেন দিলীপবাবু। মালদায় গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান দলে এমন কিছু দুই একটি লোক থাকে গণ্ডগোল করে।তাই বহিষ্কার তো নয় তাদেরকে দলের কাজ থেকে বাদ করা হয়েছে।